facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

৬ শিক্ষাপ্রতিষ্ঠানের একডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ


০৬ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার, ০৯:২৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


৬ শিক্ষাপ্রতিষ্ঠানের একডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ

চট্টগ্রামের ছয়টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, জামাল খানের চিটাগাং আইডয়াল হাই স্কুল, ন্যাশনাল ইংলিশ স্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল এবং মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়।

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য ৬ মার্চ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ নির্দেশ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব অসীম কুমার কর্মকারের সই করা চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৬’-এর ১১ ধারা অমান্য করে অতিরিক্ত অর্থ আদায় করায় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের একডেমিক স্বীকৃতি বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: