facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

৬ কোম্পানির শেয়ার জালিয়াতি ধরতে বিএসইসির কমিটি


২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার, ০২:০২  পিএম

নিজস্ব প্রতিবেদক


৬ কোম্পানির শেয়ার জালিয়াতি ধরতে বিএসইসির কমিটি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফেলার্স, স্টাইল ক্র্যাফট, আলিফ ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে গতকাল সোমবার বিএসইসি এ কমিটি করেছে।

জানা গেছে, কমিশনের তিন কর্মকর্তা উপপরিচালক ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবদুস সেলিম ও ওয়ারিসুল হাসান রিফাতকে নিয়ে এ কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মুন্নু সিরামিক

গত বছরের আগস্ট থেকে অস্বাভাবিক হারে বাড়ছে মুন্নু সিরামিকের শেয়ার দর। গত বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহেও শেয়ারটি ৪০ টাকা দরে কেনাবেচা হয়। মাত্র তিন সপ্তাহে শেয়ারটির দর তিনগুণ বেড়ে গত ৬ অক্টোবর ১২০ টাকায় ওঠে। গত ৮ এপ্রিল শেয়ারটি সর্বোচ্চ ১৬২ টাকায় কেনাবেচা হয়। গত কয়েকদিন ধরে শেয়ার দর কমেছে।

মুন্নু জুট স্টাফলার্স

গত বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে মুন্নু স্টাফলার্সের শেয়ারদর ক্রমাগত বাড়ছে। ওই সময়ে শেয়ারটি ৫০০ টাকা দরে কেনাবেচা হতো। গতকাল শেয়ারটি রেকর্ড এক হাজার ৬৮৫ টাকা ৬০ পয়সা দরে কেনাবেচা হয়েছে।

স্টাইল ক্র্যাফট

স্টাইল ক্র্যাফটের শেয়ারদর গত এক মাসে এক হাজার ৩৫০ টাকা থেকে বেড়ে এক হাজার ৯১৫ টাকায় উন্নীত হয়েছে। সর্বশেষ এক হাজার ৮৯০ টাকায় কেনাবেচা হয়েছে।

আলিফ ইন্ডাস্ট্রিজ

ওটিসি বাজার থেকে মূল বাজারে ফিরে আসা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়েও কারসাজি হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর তালিকাভুক্তির প্রথম দিনে শেয়ারটি সর্বোচ্চ ১৫৭ টাকায় কেনাবেচা হয়েছিল। অবশ্য এর পর গত মার্চ পর্যন্ত কোম্পানিটি ক্রমাগত দর হারায়। এর মধ্যে গত ২৮ মার্চ শেয়ারটি সর্বনিম্ন ৮১ টাকায় কেনাবেচা হয়েছে। এর পর তিন সপ্তাহ ধরে শেয়ারটির দর বাড়ছে। এ সময়ে আলিফ ইন্ডাস্ট্রিজের দর ৩৮ শতাংশ বেড়ে ১১১ টাকা ছাড়িয়েছে।

পপুলার লাইফ

গতকাল শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা দরে কেনাবেচা হয়েছে। অবশ্য গত ১৬ এপ্রিল শেয়ারটি সর্বোচ্চ ১৪০ টাকায় কেনাবেচা হয়েছিল। এর মধ্যে গত ২০ মার্চ থেকে ১৬ এপ্রিলের মধ্যে শেয়ারটির দর ৭৯ টাকা থেকে ১৪০ টাকায় ওঠে।

রেনউইক যজ্ঞেশ্বর

গত তিন সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ৪০ শতাংশ বেড়ে ৭৮৯ টাকা ছাড়িয়েছে। চলতি এপ্রিলের শুরুতেও শেয়ারটি কেনাবেচা হয় ৫৬৫ টাকা দরে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: