facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা


১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ১১:১৮  এএম

শেয়ার বিজনেস24.কম


৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

ডিএসইর লিস্টিং রেগুলেশনের ১৯(১) ও ১৬(১) ধারা মেনে কোম্পানিগুলো পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২৩ জানুয়ারি সোমবার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাড়ে ৩৭ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১১ টাকা ৪৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭২ পয়সা। ওই বছর কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছিল ২৫ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা। গতকাল কোম্পানিটির সাত কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে তিন লাখ ৬৬ হজার ২৩২টি শেয়ার মোট এক হাজার ২৩০ বার হাতবদল হয়।

আরএকে সিরামিকস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২৩ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বার্ষিক হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৫ সালে সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছিল তিন টাকা ২৫ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৩ পয়সা। ওই বছর কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছিল ১০৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২২ জানুয়ারি রোববার বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোম্পানিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছিল তিন টাকা ২৯ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৭০ টাকা ৭২ পয়সা, যা আগের বছর ছিল যথাক্রমে দুই টাকা ১২ পয়সা ও ৬৫ টাকা ৮২ পয়সা। ওই বছর কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছিল তিন কোটি আট লাখ ৬০ হাজার টাকা।

ইস্টার্ন কেব্লস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানি। অনুমোদিত ৬০ কোটি এবং পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ৪৮ কোটি ৬৬ লাখ টাকা। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস হয়েছে এক টাকা ৩৫ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য ২১ জানুয়ারি বেলা ১১টায় কোম্পানির কারখানা প্রাঙ্গণে (পতেঙ্গা, চট্টগ্রাম) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: