facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

৪ কোম্পানির পর্ষদ সভা চলতি মাসে


১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ১১:১৮  এএম

শেয়ার বিজনেস24.কম


৪ কোম্পানির পর্ষদ সভা চলতি মাসে

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তালিকাভুক্ত চার কোম্পানি। ডিএসইর লিস্টিং রেগুলেশনের ১৬(১) ধারা মেনে কোম্পানিগুলো পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ অটোস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করেছে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৩ শতাংশ নগদ ও চার শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৯৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৮ পয়সা।

নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২৩ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭২ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ৮৫ টাকা ৯৪ পয়সা। ওই বছর কোম্পানিটি কর-পরবর্তী মুনাফা করেছিল ১২ লাখ ৮০ হাজার টাকা।

আমরা টেকনোলজিস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২৫ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি। অনুমোদিত ১০০ মূলধন কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৬ কোটি ৭৬ লাখ টাকা।

শমরিতা হসপিটাল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা ২৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ