facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা আইডিএলসির


১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার, ০৩:১৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


৩৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা আইডিএলসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের মুনাফা আগের বছরের চেয়ে ২৭.৯০ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির সিইও আরিফ খান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “বিগত ৩৩ বছরের মধ্যে ২০১৭ হয়েছে সবচেয়ে ভাল। গত বছরের চেয়ে এ বছর প্রায় ২৭.৯০ শতাংশ মুনাফা বেড়েছে।

“এ বছর মুনাফা হয়েছে ২২৭ কোটি ৭০ লাখ টাকা। গত বছর হয়েছিল ১৭৮ কোটি ৩ লাখ।”

এ বছর বাংলাদেশের ৯০ শতাংশ ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এর চেয়ে কম মুনাফা করেছে জানিয়ে সিইও আরিফ খান বলেন, এ বছর আইডিএলসির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে। ৫.৪৯ থেকে বেড়ে ৬.১৩ টাকা হয়েছে। গ্রাহক সম্পদ ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৭,১৪৯ দশমিক ৯ কোটি টাকা।

“আমাদের পুঁজিবাজার সহায়ক প্রতিষ্ঠান এ বছর এসএমই, কনজ্যুমার, করপোরেটসহ সব বিভাগে বছরব্যাপী ভাল করেছে। ২০১৭ সালে আমরা মন্দ ঋণ নিয়ন্ত্রণ করেছি, গ্রাহক সম্পদ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এটি কোম্পানির জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে, যার ওপর নির্ভর করে আমরা ভবিষ্যতে আরও প্রবৃদ্ধি আশা করতে পারি।”

আরিফ খান তাদের এই সাফল্যর জন্য গ্রাহক, পরিচালনা পর্ষদ ও সহকর্মীসহ সংশ্লষ্টি সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সুশাসন ও স্বচ্ছতা বজায় রেখে ২০১৮ সালে এই সাফল্য অতিক্রম করার সকল চেষ্টা অব্যাহত থাকবে।

পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বলে তিনি জানান।
অর্থাৎ প্রতি শেয়ারে ৩ টাকা লাভ পাবেন শেয়ারহোল্ডাররা।

আরিফ খান বলেন, পরিচালনা আয়ের বছরওয়ারী প্রবৃদ্ধি ২২ শতাংশ বেড়ে ৬২৮ কোটি টাকা হয়েছে। এ সময়ে আইডিএলসিতে ১১ হাজার ২৯৫ জন নতুন গ্রাহক যুক্ত হয়েছে। বর্তমান মোট গ্রাহক প্রায় ৫০ হাজার।

“এসএমই বিভাগ ৪৭৯ দশমিক ৭ কোটি টাকা (১৮ শতাংশ) বৃদ্ধির মাধ্যমে পোর্টফোলিও প্রবৃদ্ধি বজায় রেখেছে, যা বছর শেষে ৩,০৮৫ দশমিক ১ কোটি টাকায় উন্নীত হয়েছে।

“কোম্পানির কনজ্যুমার ডিভিশন ২৭৩ দশমিক ৭ কোটি টাকা বৃদ্ধির (১৩ শতাংশ) মাধ্যমে পোর্টফোলিও প্রবৃদ্ধি বজায় রেখেছে যা বছর শেষে ২,৪১৫ দশমিক ২ কোটি টাকায় উন্নীত হয়েছে। করপোরেট বিভাগ ৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে পোর্টফোলিও প্রবৃদ্ধি বজায় রেখেছে যা বছর শেষে ১,৪৪৩ দশমিক ২ কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০১৭ সালে কোম্পানির মন্দ ঋণ অনুপাত ২ দশমিক ৭৭ শতাংশ, যা আগের বছরে ছিল ২ দশমিক ৮৯ শতাংশ।

“আইডিএলসির তিনটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মুনাফা আগের বছরের চেয়ে ৬৩, ২৬৭ ও ২৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

“সুদের হার বাড়ায় আমাদের চতুর্থ প্রান্তিকে কিছুটা বিরূপ প্রভাব পড়েছে। এই চাপটা ২০১৮ সালেও থাকবে।”

তবে প্রথম ছয় মাসের মধ্যে এই ঝুঁকি কমানো যাবে বলে তিনি জানান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: