facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

‘৩২ ধারায় বাক স্বাধীনতা ক্ষুণ্ন হবে না’


৩০ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার, ০৬:৪৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


‘৩২ ধারায় বাক স্বাধীনতা ক্ষুণ্ন হবে না’

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় বাক স্বাধীনতা ক্ষুণ্ন হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আইনে উল্লেখিত সংজ্ঞায়িত অপরাধ না করলে এ আইনের মাধ্যমে কেউ হয়রানি হবেন না।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ আইনে কারও বাক স্বাধীনতা হরণ করা হয়নি, ফলে বাক স্বাধীনতা ক্ষুণ্নও হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান, এই আইনের মাধ্যমে যাতে কেউ হয়রানি না হোন। সে কারণেই ৫৭ ধারা বিলুপ্ত করা হয়েছে। আমি মনে করি, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় বাক স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ন হয়েছে। ৫৭ ধারার অপব্যবহার হচ্ছিল, আমরা সেটি বন্ধ করার কমিটমেন্ট করেছিলাম। আমরা সেটিই বাস্তবায়ন করেছি।

সত্য প্রকাশ করলে গুপ্তচরবৃত্তি হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি সাংবাদিকরা কোনও অবৈধ ঘটনা প্রকাশ করেন তবে সেটি গুপ্তচরবৃত্তি বা অপরাধ হবে না।

তিনি বলেন, গুপ্তচরবৃত্তি একটি অপরাধ। এটা আগেও ছিল, এখনও আছে। এটা নতুন করে বলার কিছু নেই। জাতির জনককে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে কিন্তু তাদের আইনের আওতায় আনা যায়নি। এখন ডিজিটাল আইনের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: