facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

৩০ নভেম্বরের মধ্যে শেয়ারধারণে ব্যর্থ হলে কোম্পানির পর্ষদ পুনর্গঠন


২৫ নভেম্বর ২০২০ বুধবার, ০৫:২৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


৩০ নভেম্বরের মধ্যে শেয়ারধারণে ব্যর্থ হলে কোম্পানির পর্ষদ পুনর্গঠন

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণের আইনি বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হবে বলে প্রস্তাবিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার ২৫ নভেম্বর কমিশনের ৭৫০তম সভায় চূড়ান্ত করা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা আইন অনুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণে ব্যর্থ হবেন সেসব কোম্পানির পর্ষদ পুনর্গঠনের লক্ষে প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: