facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

৩ কোম্পানির শেয়ারে ঝোঁক বিনিয়োগকারীদের


১৬ এপ্রিল ২০১৮ সোমবার, ০২:২৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


৩ কোম্পানির শেয়ারে ঝোঁক বিনিয়োগকারীদের

 ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে ৩ কোম্পানি।

এগুলো হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি এবং ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘন শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সময়ে দুলামিয়া কটনের ক্রেতার ঘরে ১৩ হাজার ৯৩৫টি শেয়ার ১৩২.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৫ লাখ ৭২ হাজার ৯৬৭টি শেয়ার ৩৯৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়ে সর্বশেষ ১৩২.৪০ টাকায় লেনদেন হয়।

ন্যাশনাল টীর ক্রেতার ঘরে ১৫ হাজার ৮২০টি শেয়ার ৬৭১.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১ লাখ ৪৩ হাজার ৮১৮টি শেয়ার ১ হাজার ৪৩৯ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৭১.৬০ টাকায় লেনদেন হয়।

এছাড়া ইস্টার্ন লুব্রিকেন্টস ক্রেতার ঘরে ২ হাজার ৩২৮টি শেয়ার ১ হাজার ৩০১.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১ লাখ ৫৯ হাজার ৪২৭টি শেয়ার ১ হাজার ১৭৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১ হাজর ৩৯ টাকায় লেনদেন হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: