facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

৩ কোম্পানির শেয়ার কিনতে মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা, বিক্রেতা নেই


২৬ নভেম্বর ২০১৭ রবিবার, ০১:৫৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


৩ কোম্পানির শেয়ার কিনতে মুখিয়ে আছেন বিনিয়োগকারীরা, বিক্রেতা নেই

 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘণ্টায় বিক্রেতা উধাও হয়ে গেছে তিন কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলো হলো- বিডি ওয়েল্ডিং, আইসিবি ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূ্ত্র মতে, এই সময়ে বিডি ওয়েল্ডিংয়ের ক্রেতার ঘরে ৩ লাখ ১৬ হাজার ৪২৭টি শেয়ার ২৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। আলোচ্য সময়ে কোম্পানিটির ৩৩ লাখ ৩৯ হাজার ১৮টি শেয়ার ১ হাজার ৪২৮ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৮ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৪.৯০ টাকা।

আইসিবি ইসলামী ব্যাংকের ক্রেতার ঘরে ২ লাখ ৩১৯টি শেয়ার ৮.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। এ সময়ে কোম্পানিটির ৫৭ লাখ ৯৬ হাজার ৭২১টি শেয়ার ৮২১ বার হাত বদল হয়। বাজার মুল্য ৪ কোটি ৬১ লাখ ৮৯ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ৮.১০ টাকা।

অন্যদিকে, ইস্টার্ন ক্যাবলস ক্রেতার ঘরে ১১ হাজার ৬৬৩টি শেয়ার ২৪৩.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটির ১ লাখ ৫৬ হাজার ৭৪৪টি শেয়ার ৯১২ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার দর ২৪৩.৬০ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: