facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

২৮ ব্যাংকের দর বেড়েছে


২০ মে ২০১৯ সোমবার, ০২:১৭  পিএম

নিজস্ব প্রতিবেদক


২৮ ব্যাংকের দর বেড়েছে

শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সুযোগ বেড়েছে- এমন খবরে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ শতাংশ বেড়েছে। গত পাঁচ বছরে একদিনে সূচক ২ শতাংশের ওপর বেড়েছে মাত্র ১০ দিন। গতকালের আগে ৫ মে সূচকটি ২ শতাংশের ওপর বেড়েছিল।

শুধু ব্যাংকের বিনিয়োগ সুযোগ বৃদ্ধির খবরই নয়, ব্যাংক খাতের শেয়ারদর বৃদ্ধিও প্রত্যক্ষভাবে সূচকের বড় উত্থানে সর্বাধিক অবদান রেখেছে। গতকাল ডিএসইএক্স প্রায় ১০৫ পয়েন্ট বেড়ে ৫৩৩৫ পয়েন্টে উঠেছে। শুধু ব্যাংক খাতের কারণে সূচক বেড়েছে প্রায় ৪৭ পয়েন্ট। ব্যাংকসহ তিন আর্থিক খাত সম্মিলিতভাবে সূচকটিতে যোগ করেছে প্রায় ৫৯ পয়েন্ট। ব্যাংকের পর সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান ছিল ওষুধ ও রসায়ন খাতের। এ খাত সূচকে যোগ করেছে সাড়ে ১৪ পয়েন্ট।

বাজারসংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, সূচকের পতন ঠেকাতে গত দুই সপ্তাহে ব্যাংকের শেয়ারদর বাড়ানোর প্রচেষ্টা দেখা গেছে। গতকালও তেমনটি হয়েছে। গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে বেশিরভাগ শেয়ারের দর কমলেও বেড়েছিল অধিকাংশ ব্যাংক কোম্পানির শেয়ারদর। শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ গণনায় কিছুটা শিথিলতা আনার কারণেই মূলত গতকাল সূচক ও শেয়ারদর বেড়েছে বলে মনে করছেন তারা। তারা বলেন, এটা প্রকৃতপক্ষে মনস্তাত্ত্বিক প্রভাব। প্রকৃতপক্ষে ব্যাংকগুলো এখন বিনিয়োগে আসবে এমন নিশ্চিয়তা নেই। কারণ তথ্য-উপাত্ত বলছে, ব্যাংকগুলো তারল্য সংকটে আছে।

গতকালের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রায় ৭৯ শতাংশ এবং চট্টগ্রাম দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে ৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। গতকাল অন্তত ১৭ কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকারের (নির্দিষ্ট দিনের লেনদেনে দরের সীমা) সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। এর অন্তত সাতটি লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতাশূন্য অবস্থায় ছিল।

শুধু শেয়ারদর বা সূচক নয়, গতকাল ডিএসইর লেনদেন ১৫২ কোটি ৮৮ লাখ টাকা বেড়ে ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকায় উন্নীত হয়েছে। লেনদেন বৃদ্ধির হার ৫২ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে সিএসইর লেনদেন ১৯ কোটি ৩৯ লাখ টাকা বেড়ে ৩২ কোটি ৩৪ লাখ টাকায় উন্নীত হয়েছে। এ বাজারের লেনদেন বৃদ্ধির হার দেড়শ` শতাংশ।

ডিএসইর খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গতকাল সব খাতেরই অধিকাংশ শেয়ারের বাজারদর বেড়েছে। এর মধ্যে ব্যাংক খাতের লেনদেন হওয়া ২৮ কোম্পানির সবগুলোর দর বেড়েছে। এ খাতের শেয়ারগুলোর বাজারদর বেড়েছে গড়ে সাড়ে ৩ শতাংশ হারে, যা একক খাত হিসেবে সর্বোচ্চ দরবৃদ্ধি। গতকাল ব্যাংক এশিয়ার শেয়ারদর ৮ শতাংশের ওপর বেড়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারদর সোয়া ৬ শতাংশ বেড়েছে। এ ব্যাংকের শেয়ারপ্রতি সাড়ে তিন টাকা দর বৃদ্ধি ডিএসইএক্স সূচকে এককভাবে যোগ করেছে ১০ পয়েন্ট এবং ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি এক টাকা ৬০ পয়সা দর বৃদ্ধি সূচকে যোগ করেছে পৌনে ৪ পয়েন্ট।

এ ছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের লেনদেন হওয়া ২৩ কোম্পানির মধ্যে ২০টির দর বেড়েছে, বাকি তিনটির দর অপরিবর্তিত ছিল। গড়ে এসব শেয়ারের বাজারদর বেড়েছে ২ দশমিক ৬৩ শতাংশ হারে। এ খাত সূচকে যোগ করেছে অন্তত ৮ পয়েন্ট। এ খাতের এফএএস ফাইন্যান্সের শেয়ারদর সর্বাধিক পৌনে ১০ শতাংশ বেড়েছে। প্রায় ৮ শতাংশ হারে দর বেড়েছে প্রিমিয়ার লিজিংয়ের।

এ ছাড়া বীমা খাতের লেনদেন হওয়া ৪৬ কোম্পানির মধ্যে গতকাল ৩৯টির দর বেড়েছে, কমেছে ছয়টির এবং একটির দর ছিল অপরিবর্তিত। কয়েকটির দর কমার পরও খাতটির সব শেয়ারের বাজারদর গড়ে ২ দশমিক ৩৯ শতাংশ হারে বেড়েছে। সর্বাধিক ১০ শতাংশ দর বেড়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্সের। এ ছাড়া ৮ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত দর বেড়েছে অগ্রণী, এশিয়া, গ্লোবাল, প্রভাতী, রিপাবলিক, রূপালি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের।

পর্যালোচনায় আরও দেখা গেছে, সার্বিক দরবৃদ্ধির শীর্ষ ৩০ কোম্পানির তালিকায় বীমা খাতের শেয়ারই ছিল ১৩টি। এ তালিকায় ব্যাংকের শেয়ার ছিল সাতটি এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের পাঁচটি শেয়ার। বাকি পাঁচ শেয়ার ছিল অন্য খাতের। এগুলো হলো এসকে ট্রিমস, এমারেল্ড অয়েল, মেঘনা কনডেন্সড মিল্ক্ক, কেয়া কসমেটিক্স এবং ওরিয়ন ফার্মা।

সূচকের বড় উত্থানের দিনেও গতকাল আরামিট সিমেন্ট প্রায় সাড়ে ৮ শতাংশ দর হারিয়ে ছিল দরপতনের শীর্ষে। এ ছাড়া প্রগতি ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স এবং সাভার রিফ্যাক্টরিজ ৩ থেকে ৫ শতাংশ দর হারিয়ে ছিল দরপতনের শীর্ষে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: