facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

২২৪৬ ক্যাশ কর্মকর্তা নেবে সরকারি ৪ ব্যাংক


০৭ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০৪:৪৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


২২৪৬ ক্যাশ কর্মকর্তা নেবে সরকারি ৪ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকে ২ হাজার ২৪৬ জন ক্যাশ কর্মকর্তা নিয়োগের দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সোনালী ব্যাংক লিমিটেডে ১ হাজার ২৭৪ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৬৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ২১ জন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

এইসব পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল- ২০১৫ অনুসারে ১৬০০০- ১৭৬৪০ থেকে ৩৫০৪০- ৩৮৬৪০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: