facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

২০১৯ সালে ২৪ দিন ব্যাংক বন্ধ


৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার, ১২:২২  পিএম

নিজস্ব প্রতিবেদক


২০১৯ সালে ২৪ দিন ব্যাংক বন্ধ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২০১৯ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২০১৯ সালে ২৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। অবশ্য এর মধ্যে তিন দিন পড়েছে শুক্র ও শনিবার। জাতীয় দিবস ও বিভিন্ন সমপ্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস, বাংলা নববর্ষ, ব্যাংক হলিডে উপলক্ষে এসব ছুটি থাকবে।

এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ১৪ নভেম্বর ২০১৯ সালের ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: