facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

২০ শতাংশের ওপরে দাম বেড়েছে ৮ প্রতিষ্ঠানের


২৭ নভেম্বর ২০২০ শুক্রবার, ০৯:১৩  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


২০ শতাংশের ওপরে দাম বেড়েছে ৮ প্রতিষ্ঠানের

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহজুড়ে দরপতন হলেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমা খাত। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকার ১০টি স্থানই দখলে নিয়েছে বীমা কোম্পানিগুলো। এর মধ্যে ২০ শতাংশের ওপরে দাম বেড়েছে ৮টি প্রতিষ্ঠানের।

বীমা কোম্পানিগুলোর দরপতনের মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটেছে।


অপরদিকে, ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা।

কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় সপ্তাহজুড়ে দাম বেড়েছে ৩৬ দশমিক ৩৯ শতাংশ। টাকার অংকে বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৭ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩৫ টাকা।

প্রাইম ইন্স্যুরেন্সের পরেই শেষ সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ। এরপরেই রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ।

সপ্তাহ শেষে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানিগুলোর ক্ষেত্রে- প্রগতী ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ৬৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ৪৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৯০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৪০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৯ দশমিক শূন্য ১ শতাংশ দাম বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: