facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

২০ মিনিটেই সুস্থ শরীর


১৬ জানুয়ারি ২০১৭ সোমবার, ০৭:৪৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


২০ মিনিটেই সুস্থ শরীর

প্রতিদিন কত কাজেই তো কত সময় যায়। এর মধ্যে মাত্র ২০ মিনিট লাগে ভালো থাকার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই ২০ মিনিট আপনাকে শরীরচর্চা করতে হবে। এতে আপনার লাভ প্রচুর। সুস্থ থাকতে পারবেন, মন ভালো থাকবে। ‘ব্রেইন, বিহেভিয়র অ্যান্ড ইমিউনিটি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণাবিষয়ক নিবন্ধ।

আমাদের দৈনন্দিন জীবনে শারীরিকভাবে সক্রিয় থাকার গুরুত্বের কথা আরও একবার বললেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ক্ষেত্রে বয়স বিবেচ্য নয়। সুস্থ থাকতে শরীরচর্চা করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।

তবে যাঁরা স্বাস্থ্য সুরক্ষার জন্য বেশি আগ্রহী, প্রতিদিন তাঁরা এক ঘণ্টার বেশি ব্যায়ামাগারে কাটান। কেউ কেউ আবার ঘণ্টাব্যাপী হাঁটেন বা দৌড়ান। কিন্তু অনেকেই অলসতা বা নানা অজুহাতে শারীরিক কসরত এড়িয়ে যান। তাঁদের জন্যই বিশেষজ্ঞরা এই সুখবর দিলেন।

গবেষণায় দেখা গেছে, দৈনিক মাত্র ২০ মিনিট ব্যায়াম করলে সুস্থ থাকা যায়। এই অল্প সময়ের পরিমিত শরীরচর্চা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং বাত ও ফাইব্রোমায়ালজিয়ার মতো রোগের ঝুঁকি কমাবে।

যুক্তরাষ্ট্রের সান দিয়াগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসি) গবেষকেরা বলেন, একবারের পরিমিত ব্যায়াম প্রদাহরোধী হিসেবে কাজ করতে পারে।

গবেষক সুজি হং বলেছেন, ব্যায়ামের ফলে মস্তিষ্কের পাশাপাশি সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র সক্রিয় হয় এবং হরমোন তৈরি হয়। এতে শরীর কার্যক্ষম হয়ে ওঠে ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।

গবেষকেরা দাবি করেন, প্রদাহরোধী হতে খুব বেশি কষ্টের ব্যায়াম করার দরকার নেই। পরিমিত সময় ব্যায়াম করাই যথেষ্ট।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: