facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

২ কোম্পানির শেয়ার কিনতে চেয়েও পাচ্ছেন না বিনিয়োগকারীরা


০১ এপ্রিল ২০১৮ রবিবার, ০১:৫৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


২ কোম্পানির শেয়ার কিনতে চেয়েও পাচ্ছেন না বিনিয়োগকারীরা

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২ ঘণ্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে ২ কোম্পানি।

এগুলো হলো- দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘন শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সময়ে দুলামিয়া কটনের ক্রেতার ঘরে ৩ হাজার ২৭৫টি শেয়ার ৪৮.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৭ হাজার ৯৩৯টি শেয়ার ৫৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৮.৪০ টাকায় লেনদেন হয়।

এদিকে, মুন্নু জুটের ক্রেতার ঘরে ১৩ হাজার ৩১৩টি শেয়ার ৮৪৬.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১৩ হাজার ৮৩টি শেয়ার ৪১৭ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৮৪৬.৬০ টাকায় লেনদেন হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: