facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

১৭ কার্যদিবসেই দর দিগুন, শেয়ারটি কিনতে বিনিয়োগকারীদের তোড়জোর


২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার, ০২:৩৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


১৭ কার্যদিবসেই দর দিগুন, শেয়ারটি কিনতে বিনিয়োগকারীদের তোড়জোর

লভ্যাংশ ও আয় দুটোই কমেছে, তারপরও বেড়ে চলেছে প্রকৌশল খাতের বিডি থাইয়ের শেয়ারের দর। আর এক শ্রেণির বিনিয়োগকারী শেয়ারটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন।

গত ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

বিডি থাইয়ের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধি শুরু হয় লভ্যাংশ ঘোষণার পরদিন ৩০ অক্টোবর থেকে।

এর আগের দিন কোম্পানিটি পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। আগের বছর ১০ শতাংশ স্টকসহ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

৩০ অক্টোবর প্রায় ১০ শতাংশ বেড়ে ২১ টাকা ৫১ পয়সায় ওঠে। এরপর লাগাতার দরবৃদ্ধি পেতে শুরু করে। গত ১৭ কাযদিবসের মধ্যে শুধু তিনদিন দর হারিয়েছে কোম্পানিটির শেয়ার।
১৫ অক্টোবর কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা ঘোষণা করে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২০ শতাংশ কমে ১০ টাকার প্রতিটি শেয়ারে (ইপিএস) কোম্পানিটি ২০ পয়সা আয় দেখায়।

ইপিএস কমার পরও দরবৃদ্ধি অব্যাহত থাকে।

বাজার সংশ্লিষ্ট একজন বলেন, “কেন বাড়ছে তা সম্পূর্ণ অজানা। হয়তো পেছনে কেউ দাম বাড়াচ্ছে।”

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ১০৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির ৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে। উদ্যো/পরিচালকদের কাছে রয়েছে ২৬ শতাংশ। ২০১৬ সালের জুনে উদ্যোক্তা/ পরিচালকদের কাছে ৩০ শতাংশের বেশি থাকলেও গত সেপ্টেম্বরে তা কমে আসে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: