facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

১৬৬ কোটি টাকা ব্যয়ে মোজাফ্ফর স্পিনিংয়ের নতুন ইউনিট


২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার, ০৮:২০  পিএম

শেয়ার বিজনেস24.কম


১৬৬ কোটি টাকা ব্যয়ে মোজাফ্ফর স্পিনিংয়ের নতুন ইউনিট

১৬৬ কোটি টাকা ব্যয়ে নতুন ইউনিট করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। নতুন এই ইউনিট করার জন্য ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়েছে কোম্পানিটি।

ঋণটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিআইডিএ)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

১৬৬ কোটি টাকা ব্যয়ে নতুন রিং স্পিনিং ইউনিট করবে। এর মধ্যে ১০৬ কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক। আর বাকি টাকা কোম্পানির রিজার্ভ থেকে দেওয়া হবে।

বর্তমানে কোম্পানিটি ২০ কাউন সুতা তৈরি করে। নতুন এ ইউনিটের মাধ্যমে ১০০ কাউন পর্যন্ত সুতা তৈরি করতে পারবে। নতুন এই ইউনিটটি হবে ৪০ হাজার স্পিন্ডেলের।

কাউন হলো মোটা ও চিকন সুতা পরিমাপক।

এ বিষয়ে কোম্পানি সচিব শাহজুল ইসলাম বলেন, ব্যবসা সম্প্রসারণের জন্যই উদ্যোগ নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ব্যবসা সম্প্রসারণের জন্য যে টাকা প্রয়োজন- সেটি কোম্পানির রিজার্ভ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন ইউনিট স্থাপন করা হচ্ছে।

২০১৪ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ১৬) সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৬২ পয়সা। এ হিসাবে আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ২০ পয়সা বা ৩২ দশমিক ২৫ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: