facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

১৬ মাসের সর্বনিম্ন অবস্থানে ডিএসইর সূচক


১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার, ০৯:২৫  এএম

নিজস্ব প্রতিবেদক


১৬ মাসের সর্বনিম্ন অবস্থানে ডিএসইর সূচক

ঈদুল ফিতরের ছুটির কারণে চলতি সপ্তাহে পুঁজিবাজারে মাত্র তিন কার্যদিবসে লেনদেন হয়েছে। স্বল্প মূলধনি ও দুর্বল মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ারদর বাড়তে থাকায় ব্রড ইনডেক্স বিশেষ কমেনি। অন্যদিকে ক্রয়াদেশ থাকায় শরিয়াহ সূচকে পয়েন্ট যোগ হয়েছে। তবে বিক্রয়চাপ অব্যাহত থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ডিএস ৩০ আগের সপ্তাহের তুলনায় ১ শতাংশ কমে গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, টানা বিক্রয়চাপের পর এখন ১৬ মাসের সর্বনিম্নে অবস্থান করছে ঢাকার বাজারের ব্রড ইনডেক্স ডিএসইএক্স। ৪ জুন সূচকটি ৫ হাজার ৩০৭ পয়েন্টে নেমে যায়, যা ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এরপর দুদিন বেড়ে আবার দুদিন কমেছে সূচকটি। তবে মঙ্গলবার ঈদের আগের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে।

গত সপ্তাহে ১ শতাংশ কমে ১ হাজার ৯৫৮ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস ৩০। অন্যদিকে অনেক স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারদর বাড়ার সুবাদে ব্রড ইনডেক্স মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। ৫ হাজার ৩৬৫ দশমিক ২২ পয়েন্টে সপ্তাহ শেষ করেছে ডিএসইএক্স। অন্যদিকে ক্রয়াদেশ বেশি থাকায় শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে এ সপ্তাহে লেনদেনের দৈনিক গড় ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪৩৮ কোটি টাকায় উন্নীত হয়েছে।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক সিএসই ৩০ ছাড়া পয়েন্ট যোগ করতে পারেনি কোনো মূল্যসূচকই। তিন কার্যদিবসের লেনদেনে সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ৩১ শতাংশ কমে ১০ হাজারের নিচে নেমে এসেছে। নির্বাচিত ৫০ কোম্পানির সূচক সিএসই ৫০ দশমিক ৪১ শতাংশ কমেছে। শরিয়াহ সূচক সিএসআই দশমিক ১০ শতাংশ কমেছে। বিপরীতে শুধু সিএসই ৩০ বেড়েছে দশমিক ১১ শতাংশ।

ডিএসইতে সপ্তাহের লেনদেন তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল যথাক্রমে ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইডস, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং ও লিগ্যাসি ফুটওয়্যার।

দরবৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল যথাক্রমে পপুলার লাইফ, লিবরা ইনফিউশন্স, ফার্মা এইডস, আরামিট লিমিটেড, জেএমআই সিরিঞ্জ, মুন্নু সিরামিক, এম্বি ফার্মা, কোহিনূর কেমিক্যাল, আইসিবি ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

অন্যদিকে রেকর্ড ডেটজনিত দর সমন্বয়সহ নানা কারণে দরপতনের শীর্ষে ছিল যথাক্রমে বার্জার পেইন্টস, পূরবী জেনারেল, আমান ফিড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার, ড্রাগন সোয়েটার, আমরা নেটওয়ার্কস, বিডি ওয়েল্ডিং, গ্রামীণফোন ও আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান।

এ ক্যাটাগরির কোম্পানিগুলোকে বাদ দিয়ে তৈরি করা দরবৃদ্ধির তালিকায় সবার উপরে ছিল ইস্টার্ন কেবলস, সমতা লেদার কমপ্লেক্স, বঙ্গজ, হাক্কানী পাল্প, আজিজ পাইপস, কেঅ্যান্ডকিউ, রহিমা ফুড, ফারইস্ট ফিন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স ও কুইন সাউথ টেক্সটাইল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: