facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

১৫ ফেব্রুয়ারি শুরু আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা


০৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৩:১৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


১৫ ফেব্রুয়ারি শুরু আন্তর্জাতিক প্লাস্টিক পণ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং, প্যাকেজিং এবং মুদ্রণ শিল্প মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।  ১৫-১৮ ফেব্রুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলায় প্রায় চার শতাধিক পণ্য প্রদর্শনকারী প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি, চান চাও ইন্টোল কোম্পানি লিমিটেড এবং ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং লিমিটেডের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার মাধ্যমে ব্যাপকভাবে ব্যবসায়িক যোগাযোগ এবং সমগ্র শিল্প-এর সঙ্গে যুক্ত সব পক্ষের মধ্যে ফলপ্রসূ ব্যবসায়িক বিনিময় সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
মেলায় ১৪টি দেশ অংশ নেবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, হংকং, ভারত, ইতালি, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ড কোম্পানি তাদের সর্বশেষ পণ্য এবং প্রযুক্তি তুলে ধরবে এ প্রদর্শনীতে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: