facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

১৫ জীবন বীমা কোম্পানির বিনিয়োগ ঘাটতি চার হাজার কোটি টাকা


০৮ ডিসেম্বর ২০১৮ শনিবার, ০৯:৫৩  এএম

নিজস্ব প্রতিবেদক


১৫ জীবন বীমা কোম্পানির বিনিয়োগ ঘাটতি চার হাজার কোটি টাকা

জীবন বীমা খাতের কোম্পানিগুলো তহবিলের বিপরীতে বিনিয়োগের নির্ধারিত সীমা মানছে না। চলতি হিসাব বছরের প্রথমার্ধেই এ খাতের শীর্ষ ১৫টি কোম্পানির বিনিয়োগের ঘাটতি চার হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ২০১৮ হিসাব বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিগুলোর তহবিলের পরিমাণ ১৯ হাজার ৪৬২ কোটি ৭৮ লাখ টাকা হলেও বিনিয়োগ ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৭ কোটি ৩৩ লাখ টাকা।

নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, ১৯৩৮ সালের বীমা আইন অনুসারে বীমা কোম্পানিগুলোকে তাদের সংগৃহীত প্রিমিয়ামের ৩০ শতাংশ সরকারি বন্ড ও সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে। বাকি ৭০ শতাংশ ব্যাংক, পুঁজিবাজারসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারবে। কিন্তু সরকারি সিকিউরিটিজে প্রত্যাশিত মুনাফা না হওয়ায় এ খাতে বিনিয়োগে আগ্রহ নেই অধিকাংশ কোম্পানির। তবে পুঁজিবাজার ও আবাসন খাতসহ নানা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করছে কোম্পানিগুলো। এতে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করেছে কোম্পানিগুলো।

আইডিআরএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পুরনো বেশকিছু কোম্পানির বিনিয়োগ ঘাটতি অনেক বেশি। আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। ব্যাখ্যা হাতে পেলেই কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে বসবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গ্রাহক স্বার্থ ক্ষুণ্ন হবে এমন কোনো সিদ্ধান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নেবে না।

আইডিআরএর প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে বিনিয়োগ ঘাটতিতে শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। জুন পর্যন্ত এ কোম্পানির সমাপনী জীবন তহবিলের পরিমাণ ১ হাজার ৫৬৮ কোটি ৫৮ লাখ টাকা। আর এ তহবিলের তুলনায় কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি ১ হাজার ৪৯৬ কোটি ৪৩ লাখ টাকা। তবে বছর শেষে বিনিয়োগ ঘাটতি থাকবে না বলে মনে করছেন কোম্পানিটি।

এ প্রসঙ্গে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, আমরা আইন অনুযায়ী বিনিয়োগ করছি। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে মেঘনা লাইফের বিনিয়োগ কিছুটা কমেছে। তবে বছর শেষে বিনিয়োগ ঘাটতি থাকবে না।

বিনিয়োগ ঘাটতির তালিকায় দ্বিতীয় স্থানে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জুন পর্যন্ত বিনিয়োগ ঘাটতি ৭৩৩ কোটি ৩ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫০ কোটি ৯৬ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফের সমাপনী জীবন বীমা তহবিলের পরিমাণ ২ হাজার ১৩ কোটি ১৭ লাখ টাকা। আর এ তহবিলের তুলনায় কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি ৪১৫ কোটি ৯৫ লাখ টাকা।

বিনিয়োগ ঘাটতিতে চতুর্থ স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। জীবন বীমা তহবিলের তুলনায় প্রথমার্ধে এ কোম্পানির বিনিয়োগ ঘাটতি ২৭৫ কোটি ৯৭ লাখ টাকা। দুই প্রান্তিকে এদের তহবিল ২৭৭ কোটি ৪২ লাখ টাকা। বিনিয়োগ ঘাটতিতে পঞ্চম স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথমার্ধে সমাপনী জীবন তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৭ কোটি ৮৪ লাখ টাকা। আর এ তহবিলের তুলনায় কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি ২১২ কোটি ৬৯ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানিটির বিনিয়োগের পরিমাণ ২১৫ কোটি ১৫ লাখ টাকা, প্রথম প্রান্তিকে যা ছিল ২১৫ কোটি ৬ লাখ টাকা।

বিনিয়োগ ঘাটতিতে শীর্ষ পাঁচ কোম্পানির পরই রয়েছে প্রাইম ইসলামী লাইফ। প্রথমার্ধে কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি ২০৪ কোটি ৫৪ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিল ৮১৩ কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির বিনিয়োগের পরিমাণ ৬০৮ কোটি ৪৫ লাখ টাকা, প্রথম প্রান্তিকে যা ছিল ৬০১ কোটি ৫২ লাখ টাকা।

বেসরকারি কোম্পানিগুলোর পাশাপাশি বিনিয়োগ ঘাটতিতে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনেরও। প্রথমার্ধে প্রতিষ্ঠানটির জীবন বীমা তহবিলের পরিমাণ ১ হাজার ৮৮০ কোটি ৫৭ লাখ টাকা। তহবিলের বিপরীতে কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি রয়েছে ১৯১ কোটি ৮৬ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে এর তহবিলের পরিমাণ ১ হাজার ৬৮৮ কোটি ৭১ লাখ টাকা, প্রথম প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮৬১ কোটি ৪৬ লাখ টাকা।

বেসরকারি খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রথমার্ধে সানলাইফের বিনিয়োগ ঘাটতি রয়েছে ১৭৯ কোটি ৪২ লাখ টাকা। জুন পর্যন্ত কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৯ কোটি ৬ লাখ টাকা। এ সময়ে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ঘাটতি হয়েছে ১০৯ কোটি ৮৬ লাখ টাকা। জুন পর্যন্ত এর তহবিলের পরিমাণ ২৭৭ কোটি ৫৩ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে এ কোম্পানির তহবিলের পরিমাণ ১৬৭ কোটি ৬৭ লাখ টাকা, প্রথম প্রান্তিকে যা ছিল ১৭১ কোটি ৭৬ লাখ টাকা।

প্রথমার্ধে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ১৭৮ কোটি ৩ লাখ টাকা। আর এ তহবিলের তুলনায় কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি রয়েছে ১১২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের পরিমাণ ৩৮ কোটি ৬৮ লাখ টাকা ও ঘাটতির পরিমাণ ২ কোটি ৯ লাখ টাকা।

এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫১ কোটি ৫৬ লাখ টাকা। আর এ তহবিলের বিপরীতে কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি রয়েছে ৭২ কোটি ৩১ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৯ কোটি ২৫ লাখ টাকা, প্রথম প্রান্তিকে যা ছিল ৩ হাজার ৫২২ কোটি ৯৫ লাখ টাকা। প্রথমার্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটির বিনিয়োগ ঘাটতি ৯১ কোটি ৪৪ লাখ টাকা। প্রগতি লাইফের ৫৪৩ কোটি ৭৮ লাখ টাকা জীবন বীমা তহবিলের বিপরীতে বিনিয়োগ ঘাটতি ৯৩ কোটি ১২ লাখ টাকা। একই সময়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ ঘাটতি রয়েছে ৬ কোটি ১২ লাখ টাকা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: