facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

১২ বছরের নিচে কোনো গৃহকর্মী নয় : মুজিবুল হক


২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার, ০৬:২৭  পিএম

স্টাফ করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


১২ বছরের নিচে কোনো গৃহকর্মী নয় : মুজিবুল হক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করা যাবে না।

বৃহস্পতিবার ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ও ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই বাংলাদেশে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। শ্রমিকের কল্যাণে সরকার কল্যাণমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।

দেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও করা হবে।

তিনি জানান, ২৮ এপ্রিল জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ