facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

১০ জুলাই আইপিডিসির রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু


০৮ জুন ২০১৯ শনিবার, ০২:২৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


১০ জুলাই আইপিডিসির রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন ১০ জুলাই শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলবে।

সম্প্রতি কোম্পানিটির পর্ষদ রাইট শেয়ার সাবস্ক্রিপশনের এ তারিখ নির্ধারণ করেছে। এর আগে সর্বশেষ ৬৮৮তম কমিশন সভায় কোম্পানিটিকে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুসারে আইপিডিসি ফিন্যান্স বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে নতুন সাধারণ শেয়ার ইস্যুর করবে। কোম্পানিটি পুঁজিবাজারে মোট ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি সাধারণ শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে তারা ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য হবে ১২ টাকা। এর মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য ও ২ টাকা প্রিমিয়াম।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এতে কোম্পানির বিনিয়োগ কার্যক্রম, যেমন রিটেইল লোন, এসএমই লোন, করপোরেট লোন ইত্যাদি বাড়বে।

সংশ্লিষ্ট ইস্যুর মোট প্রায় ১৪১ কোটি ৩৭ লাখ টাকার মধ্যে সরকারসহ উদ্যোক্তা ও পরিচালকদের অংশ ৮৭ কোটি ৪৮ লাখ টাকা বা ৬১ দশমিক ৮৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ৩৫ কোটি ৯০ লাখ টাকা বা ২৫ দশমিক ৪০ শতাংশ। অন্যান্য শেয়ারহোল্ডারের অংশ ১৭ কোটি ৯৯ লাখ টাকা বা ১২ দশমিক ৭৩ শতাংশ।

গত মার্চে আইপিডিসি ফিন্যান্সের ইজিএমে ৮ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণের পর বর্ধিত শেয়ার সংখ্যার বিপরীতে রাইট শেয়ার ইস্যুর বিষয়ে অনুমোদন দেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: