facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

হোটেলে নিয়ে ‘স্ত্রী’ হত্যা, স্বামীর যাবজ্জীবন


১৯ এপ্রিল ২০১৭ বুধবার, ০৭:১৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


হোটেলে নিয়ে ‘স্ত্রী’ হত্যা, স্বামীর যাবজ্জীবন

খুলনার আবাসিক হোটেলে ‘স্ত্রীকে’ হত্যার দায়ে স্বামী মাসুদুর রহমান খানকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মাসুদুর ঝালকাটির নলছিটি উপজেলার প্রেমহার গ্রামের আবুল হোসেন খানের ছেলে।

বুধবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।

একই সঙ্গে মাসুদুরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৭ জুলাই সুমন ও রিনা বেগম নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে খুলনার হোটেল মিলেনিয়াম উঠেন। সেখানে ৫০৭নং রুম ভাড়া নেন তারা। দুইদিন পর ৯ জুলাই রাতে ওই কক্ষ থেকে রিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেলে তাকে মাথায় আঘাত ও ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোক্তার হোসেন বাদী হয়ে ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত চলাকালে ১৬ অক্টোবর অভিযুক্ত মাসুদুর রহমান খানকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়। পরে মাসুদুর রহমান খান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দোষ স্বীকার করেন। একই সঙ্গে তিনি জানান, রিনা বেগম তার স্ত্রী ছিলেন না। শত্রুতার জের ধরে তাকে হত্যা করেন মাসুদুর। সুমন তার আসল নামও নয় বলে ঘাতক মাসুদুর জানান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: