facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

হেভিওয়েট ২০ কোম্পানির শেয়ার


২৩ অক্টোবর ২০১৭ সোমবার, ০২:৪১  পিএম

শেয়ার বিজনেস24.কম


হেভিওয়েট ২০ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাজার মূলধনের সর্বোচ্চ ৩টি কোম্পানির মধ্যে রয়েছে যথাক্রমে গ্রামীনফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি। তবে সবোর্চ্চ বাজার মূলধনের ৩য় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি শেয়ার দরের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার মূলধনের ২০ কোম্পানি হল- গ্রামীনফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বিডি, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, দি সিটি ব্যাংক, মবিল যমুনা, ন্যাশনাল ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, ইর্স্টান ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স।

সর্বোচ্চ বাজার মূলধনের ২০ কোম্পানির সবগুলোই ‘এ’ ক্যাটাগরির শেয়ার। এই ২০ কোম্পানির মধ্যে বাজার মূলধনের শীর্ষ তালিকায় স্থান পেয়েছে গ্রামীনফোন। সবশেষ প্রকাশিত কোম্পানিটির বাজার মূলধনে ৫৬০৭৭.৯৬ কোটি টাকা। যা বাজার মূলধনের ১৫.৯৫ শতাংশ অবস্থান করেছে। এরপর বাজার মূলধনের ২য় স্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বাজার মূলধনের ৫.৯৭ শতাংশ। কোম্পানিটির বাজার মূলধন ২০৯৮৯.৯২ কোটি টাকা। তৃতীয় স্থানে আছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো। কোম্পানিটির বাজার মূলধন ১৭৯৫৬.৮০ কোটি টাকা। যা বাজার মূলধনের ৫.১১ শতাংশ।

এদিকে ২০ কোম্পানির মধ্যে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার দর সবচেয়ে বেশি। কোম্পানিটির শেয়ার দর রয়েছে ২৭৯৯ টাকা। এরপর সর্বোচ্চ মূলধন ১১তম স্থানে থাকা বার্জার পেইন্টসের শেয়ার দর ২০৯৪ টাকা। এরপর রয়েছে ৭তম স্থানের রেনেটার শেয়ার দর ১১৭১ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: