facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত


১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৮:৫৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৮ থেকে ২১ ডিসেম্বর এসব পরীক্ষা হওয়ার কথা ছিল। রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ভর্তি পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড শুরুর তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

এবার ১হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ৪৯ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাতটি ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে সর্বোচ্চ ৮৬ জন, ‘ডি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৩ জন এবং ‘ই’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ৬৬ জন।

২০১৭ শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীনে ২০টি বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে মর্মে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: