facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

হাইডেলবার্গ-ইতালিসিমেন্টি একীভূত


২৩ অক্টোবর ২০১৬ রবিবার, ০৮:৪৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


হাইডেলবার্গ-ইতালিসিমেন্টি একীভূত

একীভূত হলো সিমেন্ট খাতের দুই কোম্পানি হাইডেলবার্গ ও ইতালি সিমেন্টি। এর ফলে ইতালি সিমেন্টের পুরো শেয়ারের একক মালিক হলো হাইডেলবার্গ সিমেন্ট। চলতি মাসের মাঝামাঝি সময়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।

এর আগে এ চুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশন থেকে অনুমোদন ছাড়পত্র পায় জার্মান কোম্পানি হাইডেলবার্গ। কমিশন জানায়, ইতালসিমেন্টি অধিগ্রহণের ব্যাপারে বেশকিছু শর্ত দেওয়া হয়েছিল।

খবরে বলা হয়, গত ১২ই অক্টোবর দুই কোম্পানির মধ্যে মার্জার চুক্তি চূড়ান্ত হয়। ওইদিনই ইতালিয়ান স্টক এক্সচেঞ্জ থেকে ইতালিসিমেন্টি তালিকাচ্যূত হয়।

এরপর ১৯ অক্টোবর বৈঠকে বসে হাইডেলবার্গ। ইতালিসিমেন্টির জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়। কোম্পানিটির নতুন চেয়ারম্যান হন লুকা সাবেলি।

ইইউ কমিশন জানায়, এক হওয়ার পর সমন্বিত কোম্পানি বেলজিয়ামে সিমেন্ট ব্যবসার বাজারে একক ব্যবসা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এর ফলে ইউরোপের বাজারে সিমেন্ট ও কনক্রিট পণ্যের দাম বাড়বে বলেও ধারণা করা হয়। কিন্তু বেলজিয়ামে ইতালিসিমেন্টির ব্যবসা রক্ষায় হাইডেলবার্গ শর্ত মেনে নেওয়ায় সে শঙ্কা কেটে যায়।

বাজারে সমন্বিতভাবে এই কোম্পানির জনপ্রিয়তা ৫০ শতাংশের উপরে থাকবে বলে মনে করছে ইইউ।

ইইউ-এর এক কর্মকর্তা বলেন, দুই কোম্পানির মার্জ হওয়াকে আমি স্বাগত জানাই। আমি মনে করি,  এই চুক্তি বাজারে অন্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

ইতালসিমেন্টি ইতালিভিত্তিক প্রতিষ্ঠান। বিশ্বে কোম্পানিটির অবস্থান ৫ম। বিশ্বে ২২টিরও বেশি দেশে কোম্পানিটির ব্যবসা রয়েছে।

হাইডেলবার্গসিমেন্টের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইতে এই অধিগ্রহণ চুক্তির ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির পর হাইডেলবার্গ হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদক প্রতিষ্ঠান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: