facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

হঠাৎ করে ডিএসইর এমডির পদত্যাগ


২১ অক্টোবর ২০২০ বুধবার, ০৪:২৬  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


হঠাৎ করে ডিএসইর এমডির পদত্যাগ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

গত ৮ অক্টোবর পদত্যাগ পত্র জমা দেন বলে সূত্র জানায়। আজ বুধবার ডিএসইর পর্ষদ সভায় ওই আবেদন গৃহীত হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ডিএসইতে তিন বছরের জন্য নিয়োগ পান কাজী সানাউল হক।

গত ২৩ জানুয়ারি বিএসইসি ডিএসইর এমডি হিসেবে সানাউল হকের নিয়োগ অনুমোদন করেন।

পরবর্তীতে তিনি ৯ ফেব্রুয়ারি ডিএসইতে যোগ দেন।ডিএসইতে যোগদানের আগে কাজী ছানাউল হক রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি ছিলেন। ২০১৭ সালের আগস্টে আইসিবির এমডি হিসেবে নিয়োগ পান তিনি।

তবে ডিএসইর এমডি পদে কাজী সানাউল হকের নিয়োগ নিয়ে ডিএসইর পর্ষদ সদস্যদে মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল । শেয়ারধারী পরিচালকদের এক অংশ ওই নিয়োগের বিরোধিতা করেন। এ নিয়ে পর্ষদ সভায় পক্ষে-বিপক্ষে যুক্তিও তুলে ধরেন। কিন্তু ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের বেশির ভাগ ছানাউল হকের পক্ষে অবস্থান নেন। দুই পক্ষই পক্ষে-বিপক্ষে পর্ষদ সভায় মতামত তুলে ধরে।

সব মতামতসহ ছানাউল হকের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: