facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

স্কুলছাত্র হত্যা: দুই গ্যাংয়ের তিন সদস্য ফের রিমান্ডে


১৩ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৬:৪৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


স্কুলছাত্র হত্যা: দুই গ্যাংয়ের তিন সদস্য ফের রিমান্ডে

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যা মামলায় দুই গ্যাংয়ের তিন সদস্যকে ফের তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

রিমান্ডে নেওয়া তিনজন হলেন- ডিসকো বয়েজের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু ওরফে রায়হান আহমেদ সেতু ওরফে ডিসকো সেতু, বিগবস গ্রুপের দলনেতা মো. আক্তারুজ্জামান ছোটন ও জাহিদুল ইসলাম জুইস।

দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া আজ আদালতে হাজির করে তিনজনের পুনরায় ১০ দিন করে রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৯ ফেব্রয়ারি এ তিন জনসহ সাতজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

সোমবার একই আদালতে বাকি চারজনকে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো চারজন হলেন, শাহীনুর রহমান, সেলিম খান, ইব্রাহিম হোসেন ওরফে সানি ও মিজানুর রহমান সুমন।

গত ৭ ফেব্রুয়ারি রাতে সাতজনকে আটক করে র‌্যাব। পরে সংবাদ সম্মেলনে বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ‘দীর্ঘদিন ধরেই উত্তরার একাধিক গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কোন্দল হচ্ছিল। এরই জেরে ‘নাইনস্টার’ গ্রুপের নেতা তালাচাবি রাজুকে আক্রমণ করতে চেয়েছিল ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগবস গ্যাংয়ের সদস্যরা। তাকে না পেয়ে গত ৬ জানুয়ারি অস্ত্র ও হকিস্টিক দিয়ে আদনান কবিরকে হত্যা করে নাইনস্টার গ্রুপের সদস্যরা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ