facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

সোমবার লাইলাতুল মি’রাজ


২৩ এপ্রিল ২০১৭ রবিবার, ০৬:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


সোমবার লাইলাতুল মি’রাজ

পবিত্র লাইলাতুল মি‘রাজ ২৪ এপ্রিল সোমবার। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ওইদিন রাতে (২৬ রজব দিবাগত রাতে) সারাদেশে পবিত্র লাইলাতুল মি‘রাজ পালিত হবে।

এদিন (২৬ তারিখ রাতে) ইসলাম ধর্মের সবশেষ নবী হযরত মুহাম্মদ (স)নবুওয়াত লাভের একাদশ বর্ষের (মতান্তরে দশম বর্ষে) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহন করেন।

এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ। মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম।

তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তিলাওয়াত, রোজা রাখা, নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মি’রাজ পালন করবেন

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা  হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: