facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সোমবার থেকে জিল বাংলার লেনদেন স্থগিত


১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার, ১০:২৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


সোমবার থেকে জিল বাংলার লেনদেন স্থগিত

বিনিয়োগকারীদের স্বার্থে অস্বাভাবিক লেনদেন ও দর বৃদ্ধি পাওয়া জিল বাংলা সুগারের লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর।

 

সোমবার ১৪ সেপ্টেম্বর বিএসইসির জারি করা এক নির্দেশনায় এমনটি জানানো হয়েছে।

 

গত ৯ জুলাই জিল বাংলার শেয়ার দর ছিল ৩১.৬০ টাকা। যে শেয়ারটি ১৪ সেপ্টেম্বর লেনদেন শেষে বেড়ে দাড়িঁয়েছে ২১৩.১০ টাকায়। অর্থাৎ গত ২ মাসে শেয়ারটির দর বেড়েছে ১৮১.৫০ টাকা বা ৫৭৪ শতাংশ।

 

গত ১৩ আগস্ট বিএসইসির ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে টি+৩ করার সিদ্ধান্ত নেওয়ার পরে সরকারি মালিকানাধীন জিল বাংলা সুগারের দর বৃদ্ধি তরান্তিত হয়। অথচ ৬ কোটি টাকার পরিশোধিত মূলধনের এ কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছরেও ৬২ কোটি ৩৪ লাখ টাকা লোকসান করেছে। ধারাবাহিক এমন লোকসানে কোম্পানিটির রিটেইন আর্নিংস এখন ঋণাত্মক ৩৭০ কোটি ৬৬ লাখ টাকা। ১৯৮৮ সালে তালিকাভুক্ত এ কোম্পানিটির সর্বশেষ কবে লভ্যাংশ দিয়েছে, সেই তথ্যও ভুলে গেছে সবাই। এমনকি কোন স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির প্রোফাইলেও এ তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র সরকার অর্থায়নের কারনে টিকে রয়েছে এ কোম্পানিটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: