facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

সূচক বেড়ে সপ্তাহ শেষ


২৫ মে ২০১৭ বৃহস্পতিবার, ০৩:৩৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


সূচক বেড়ে সপ্তাহ শেষ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্সের বেড়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুটাও ছিল সূচকের উত্থানের মাধ্যমে। তবে দুপুর ১২টা নাগাদ তা আবার কমতে শুরু করে। দিন শেষে ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে মূল্যসূচক অবস্থান করছে ৫ হাজার ৪১৩ দশমিক ৮২ পয়েন্টে।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা বিরাজ করছে। তবে বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থানকরছে ১ হাজার ২৬০ দশমিক ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১ দশমিক ৩৭ পয়েন্টে।

এছাড়া বুধবার ডিএসইতে ৫২৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ২০ কোটি ৫২ লাখ টাকা কম। গতকাল বুধবার ডিএসইতে ৫৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিতরয়েছে ৪১টির শেয়ার দর।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৫৮ দশমিক ৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: