facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সূচক নয় শেয়ারের দাম দেখে লেনদেনের পরামর্শ


০৭ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার, ১১:২০  এএম

নিজস্ব প্রতিবেদক


সূচক নয় শেয়ারের দাম দেখে লেনদেনের পরামর্শ

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বড় ধরনের পতনের পর বাজার যখন ঘুরে দাঁড়ায় তখন বিক্রেতা কম থাকে। এ কারণে লেনদেন কম হয়। গত রোববার সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। ওই দিন দুই বাজারের সূচকই প্রায় সোয়া ২ শতাংশ কমেছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এ দরপতন ছিল সর্বোচ্চ। ফলে সাধারণ বিনিয়োগকারীরা এতে আতঙ্কিত হয়ে পড়েন।

সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আসাদুল ইসলাম বলেন, ‘আমাদের বাজারের সূচক এখনো যথাযথ প্রতিনিধিত্বমূলক না। তাই সূচকের উত্থান-পতন দেখে বাজার সম্পর্কে মূল্যায়ন করতে গেলে তা অনেক ক্ষেত্রেই ভুল বার্তা দিতে পারে। যেহেতু আমাদের বাজারের বেশির ভাগ বিনিয়োগকারী সূচক দেখে প্রভাবিত হয়, তাই বিদ্যমান সূচককে যথাযথ প্রতিনিধিত্বমূলক করা দরকার। এ জন্য সূচকের সংস্কার জরুরি।

এখনো দেখা যায়, বাজারে সূচক কয়েক শ পয়েন্ট বাড়লে তার পেছনে বড় ভূমিকা থাকে হাতে গোনা কয়েকটি কোম্পানির। অথচ বাজারে ৩ শতাধিক কোম্পানি তালিকাভুক্ত। তাই সূচক দেখে প্রভাবিত না হয়ে বিনিয়োগকারীদের উচিত শেয়ারের দাম দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। সেটি হলে সূচকের পতনে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু থাকে না।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: