facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ


২৯ জুন ২০১৬ বুধবার, ০৪:২৬  এএম

শেয়ার বিজনেস24.কম


সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে মঙ্গলবার ভোরে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।

এলাকাবাসী ও আটক বাংলাদেশির পরিবার সূত্র জানায়, উপজেলার বুড়িমারি ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু পারাপার করছিল বুড়িমারি এলাকার ইরফান আলীর ছেলে ওমর আলী (২১ )। এ সময় ভারতের কুচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে বুড়িমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছিরুদ্দিন তার ইউনিয়নের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু পারাপার করার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছে।

লালমনিরহাট ১৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল বজলুর রহমান হায়াতি বলেন, এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: