facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সিলেটে পাহাড়ি ঢল-বজ্রপাতে ৪ জনের মৃত্যু


১৭ জুন ২০১৭ শনিবার, ০৯:২৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


সিলেটে পাহাড়ি ঢল-বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ গ্রামে উজান থেকে নেমে আসা ঢলে ঘর ভেসে তিনজন মারা গেছেন।

এছাড়া বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার পৃথক এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন।

ঢলে ঘর ভেসে নিহতরা হলেন- ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে তামান্না (৩) ও সুলতানা (১) এবং মৃত ইউসুফ আলীর ছেলে ফারুক মিয়া (৫৬)। বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে সুলতানার মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ওসি আলতাফ হোসেন জানান, অতিবৃষ্টির ফলে শনিবার ভোরে উজান থেকে নেমে আসা ঢলে সেলিম মিয়ার ঘর ভেসে যায়। এতে ঘরে ঘুমিয়ে থাকা তার ছোট দুই শিশুকন্যা মারা যায়। এছাড়া পার্শ্ববর্তী ফারুক মিয়া উজানের ঢলে ভেসে গিয়ে মারা যান। নিখোঁজ শিশু সুলতানার মরদেহের সন্ধান এখনও পাওয়া যায়নি। এছাড়াও বজ্রপাতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: