facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান


১৪ আগস্ট ২০১৮ মঙ্গলবার, ১১:৩১  পিএম

ডেস্ক রিপোর্ট


সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ধনী দেশ সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের আজিজ খান ও তার পরিবারের নাম।

২০১৮ সালের ২৫ জুলাই পর্যন্ত সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় মুহাম্মদ আজিজ খান ও তার পরিবার ৩৪তম শীর্ষ ধনীর তালিকায় অবস্থান করছেন বলে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সিঙ্গাপুরে মোট সম্পদের পরিমাণ ৯১০ মিলিয়ন ইউএস ডলার বলে উল্লেখ করেছে ফোর্বস।

সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের জাতীয়তা বাংলাদেশি হলেও তিনি বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা।

তার কন্যা আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন। ৬৩ বছর বয়সী মুহাম্মদ আজিজ খানের মূল সম্পদের উৎস নিজের তৈরি বিদ্যুৎ ব্যবস্থা।

ব্যক্তিজবিনে মুহাম্মদ আজিজ খান তিন সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মাস্টার্স করেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ