facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

সাড়ে ১২ লাখ টাকার সিগারেট ফেলে পালালেন যাত্রী


১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৩:০৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


সাড়ে ১২ লাখ টাকার সিগারেট ফেলে পালালেন যাত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৮ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। সুইজারল্যান্ডের ডানহিল ও কোরিয়ান ইজি ব্যান্ডের এসব সিগারেটের মূল্য ১২ লাখ ৬৪ হাজার টাকা। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের পাঁচ নম্বর বেল্টের পাশে একটি ট্রলি থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, বুধবার রাতে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারলাইনসের ফ্লাইট শাহজালালে বিমানবন্দরে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটের কোনো যাত্রী সিগারেটের চালানটি এনেছেন। বিমানবন্দরে আসার পর গোয়েন্দা নজরদারি এড়াতে ওই যাত্রী মালামাল ওপর থেকে ট্যাগ সরিয়ে ফেলেন। বেল্টের সামনে এসে শুল্ক গোয়েন্দার সতর্ক উপস্থিতি টের পেয়ে মালামাল ট্রলিতে রেখে চলে যান।

মইনুল খান আরও বলেন, জব্দ হওয়া সিগারেটের মধ্যে সুইজারল্যান্ডের ডানহিল ব্র্যান্ডের ৩০ হাজার ও কোরিয়ার ইজি ব্যান্ডের ১ হাজার ৬০০ শলাকা রয়েছে। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের ওপর বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর প্রায় প্রায় ৪৫০ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক এড়ানোর জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে যাত্রীকে শনাক্ত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া সিগারেট শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: