facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

সাব্বিরের আক্ষেপ


২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার, ১০:৪৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


সাব্বিরের আক্ষেপ

ব্যাটসম্যানদের প্রায় সবাই শুরু পেয়েছেন। দুই ইনিংসে ফিফটি হয়েছে পাঁচটি। ড্র হওয়া ম্যাচে সাব্বির রহমানের আক্ষেপ সফট ডিসমিসাল। জোড়া ফিফটি পাওয়া মিডল অর্ডারের ব্যাটসম্যানের বিশ্বাস, প্রথম টেস্টে তার পুনরাবৃত্তি হবে না।

শনিবার তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় ও শেষ দিনের খেলা শেষে সাংবাদিকদের সাব্বির বলছিলেন নিজেদের প্রাপ্তি নিয়ে।

“এখানে এটাই আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। এখানে তিন দিন অনুশীলন করেছি। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি। উইকেট সম্পর্কে যে ধারণা ছিল তারচেয়েও ভালো উইকেটে খেলেছি আমরা। অনেক ভালো উইকেট ছিল, আমরা ভালো খেলেছি।”

“কয়েকটি সফট ডিসমিসাল ছিল। এটা প্রথম টেস্টে হয়তো হবে না। আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল।”

প্রস্তুতি ম্যাচে সাব্বির ছাড়াও ফিফটি পেয়েছেন ইমরুল কায়েস, মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

সাব্বির জানান, এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়ে অতিথিরা উন্মুখ প্রথম টেস্টের জন্য।

“আবহাওয়া ঠিক আছে। বাংলাদেশের মতোই আবহাওয়া। একটু ঠাণ্ডা আছে। মানিয়ে নেওয়ার জন্য আমরা যথেষ্ট অনুশীলন করেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আশা করি, প্রথম টেস্টে ভালো করব, ভালো ফল হবে।”

আগামী বৃহস্পতিবার পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: