facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

সাত কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা


১৬ জুলাই ২০১৮ সোমবার, ০৮:৪২  এএম

নিজস্ব প্রতিবেদক


সাত কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা

তালিকাভুক্ত সাত কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: আগামী ১৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারদর গতকাল অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৩৮ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৯৬ হাজার ৮৯৩টি শেয়ার মোট ১৬৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৩৭ লাখ ৬১ হাজার টাকা। এক বছরে শেয়ারদর ৩৫ টাকা ২০ পয়সা থেকে ৫৭ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২০১৭ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে দুই টাকা ৪০ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৫ টাকা ৯৮ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স: আগামী ২৪ জুলাই বিকাল ৪টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারদর গতকাল এক দশমিক ৪৯ শতাংশ বা ৪০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা। দিনজুড়ে আট হাজার শেয়ার মোট ১৮ বার হাতবদল হয়, যার বাজারদর দুই লাখ ১৩ হাজার টাকা। এক বছরে শেয়ারদর ২৫ টাকা ৩০ পয়সা থেকে ৩৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২০১৭ সালের সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস করেছে তিন টাকা ৪৩ পয়সা ও এনএভি ৪১ টাকা ৭১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২৪ কোটি দুই লাখ ২০ হাজার টাকা।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি: আগামী ১৯ জুলাই বেলা ৩টা ৩০ মিনিটে পরিচালনা সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারদর গতকাল দশমিক ৬৪ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১৫ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৫ টাকা ৬০ পয়সা। দিনজুড়ে ৩৬ হাজার ৯০১টি শেয়ার মোট ৫১ বার হাতবদল হয়, যার বাজারদর পাঁচ লাখ ৭৫ হাজার টাকা। এক বছরে শেয়ারদর ১৪ টাকা ৯০ পয়সা থেকে ২৩ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২০১৭ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস করেছে দুই টাকা ১৭ পয়সা ও এনএভি ১৭ টাকা ২৬ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে আট কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা।
আইসিবি ইসলামিক ব্যাংক: আগামী ১৮ জুলাই বেলা ২টা ৩৫ মিনিটে পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ট্রাস্ট ব্যাংক: আগামী ১৯ জুলাই বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারদর গতকাল দশমিক ৭৩ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৭ টাকা ১০ পয়সা। দিনজুড়ে ছয় লাখ ৯৮ হাজার ৪৯৬টি শেয়ার মোট ১৯৫ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকা। এক বছরে শেয়ারদর ২৬ টাকা থেকে ৪৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

২০১৭ সালের সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস করেছে তিন টাকা ১৪ পয়সা ও এনএভি ২২ টাকা ৪০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৭৫ কোটি আট লাখ ৬০ হাজার টাকা।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি: আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রাইম ব্যাংক: আগামী ২৬ জুলাই বেলা ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: