facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

সবচেয়ে বেশি দর হারালো ন্যাশনাল ব্যাংক


০৯ জুন ২০১৭ শুক্রবার, ০৩:১৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


সবচেয়ে বেশি দর হারালো ন্যাশনাল ব্যাংক

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭.৪২ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২২ কোটি ২৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫.৮১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১.৫২ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সে ৯.২৩ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোশেনে ৮.৫৯ শতাংশ, নূরানী ডাইংয়ে ৭.২১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলে ৬.৩০ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানিতে ৫.৮৮ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডে ৪.১৭ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানিতে ৪.০৯ শতাংশ দর কমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: