facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

শেয়ারে মুনাফা করতে যা করতে বললেন সিএসইর প্রতিষ্ঠাতা পরিচালক


২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৯:৩৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারে মুনাফা করতে যা করতে বললেন সিএসইর প্রতিষ্ঠাতা পরিচালক

শেয়ারবাজারে নিজের বিনিয়োগ নিরাপদ রাখার পূর্বশর্ত হলো লোভ সংবরণ করা। নিরাপদ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ও আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) এ পরামর্শমূলক কথা বলেন।

সোমবার সন্ধ্যায় খুলনা চেম্বার ভবনের সামনে আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিক লাভ চায়। এ মানসিকতা ঠিক নয়। শেয়ারবাজার ধৈর্য্যের জায়গা। এখানে কোনোভাবেই ধৈর্য্য হারালে চলবে না। কেউ ধৈর্য্য ধারণ করলে তিনি অবশ্যই ফল পাবেন।

নতুন বিনিয়োগকারীদের বাজারে আসার আগে জেনে শুনে আসার পরামর্শ দেন তিনি।

আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের আয়োজনে এতে সভাপতিত্ব করেন খুলনা শাখা ব্যবস্থাপক তাপস কুমার সাহা।

বিশেষ অতিথি থেকে কর্মশালায় প্রশিক্ষণ দেন আইল্যান্ড সিকিউরিটিজ হাউজের হেড অব কমপ্লায়ান্স কাজী রাকিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন ফেলো মেম্বার অব সিএমএ আলা উদ্দিন আকন্দ ও অশোক কুমার দেবনাথ।

আলোচনা সভায় শেয়ারবাজারে ট্রেডিংয়ের টেকনিক্যাল বিষয়ে বিশ্লেষণভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয় বিনিয়োগকারীদের। এতে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এক ঝাঁক নবীন ও প্রবীন বিনিয়োগকারী অংশ নেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: