facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য হচ্ছে সুরক্ষা তহবিল


২৫ নভেম্বর ২০২০ বুধবার, ১০:১৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য হচ্ছে সুরক্ষা তহবিল

বন্টন না হওয়া ও দাবিহীন নগদ ও বোনাস লভ্যাংশের অর্থ দিয়ে ইনভেস্টর প্রটেকশন ফান্ড (বিনিয়োগকারী সুরক্ষা তহবিল) গঠন করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এ তহবিল গঠন করা হচ্ছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির দীর্ঘদিন ধরে বিতরণ না হওয়া নগদ ও বোনাস লভ্যাংশের টাকার পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এছাড়াও ব্রোকারেজ হাউজ এবং মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারীদের সমন্বিত হিসাবের দাবিহীন টাকাও এ তহবিলে অন্তর্ভুক্ত হবে। ফলে সব মিলিয়ে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার তহবিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে অবিতরণকৃত লভ্যাংশের তথ্য জানতে উভয় স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক ও সিডিবিএলকে চিঠি দিয়েছে বিএসইসি। এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

ফান্ড পরিচালনার জন্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। গঠিত কমিটি শেয়ারবাজারের উন্নয়নে তহবিল ব্যবহার করবে। তহবিল ব্যবহার কার্যক্রম দেখভাল করবে বিএসইসি।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: