facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

শেয়ারবাজারের তেজিভাব নিয়ে এবার ডিএসইর সংবাদ সম্মেলন


১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ১০:৩৬  এএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারের তেজিভাব নিয়ে এবার ডিএসইর সংবাদ সম্মেলন

শেয়ারবাজারের সাম্প্রতিক তেজিভাবে আনন্দের সঙ্গে কিছুটা অস্বস্তিতে পড়েছে বড় স্টেকহোল্ডাররা। গত কয়েক দিনে ভালো-মন্দ নির্বিচারে সব শেয়ারের দাম ব্যাপক বড়ার সঙ্গে সূচকের বিরতিহীন ঊর্ধ্বগতি তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের মতে বিনিয়োগকারীরা যৌক্তিক আচরণ না করলে বাজারের এই গতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই সবার উচিত দায়িত্বশীল আচরণ করা।

এমন বাস্তবতায় বাজার পরিস্থিতি সম্পর্কে নিজেদের বক্তব্য তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এতে ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সব সদস্য উপস্থিত থাকবেন। এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একই বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে বাজার টেকসই রাখতে নানা ধরনের পরামর্শ দেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনের বিষয়ে ডিএসইর এক কর্মকর্তা বলেন, বাজারে লেনদেন বেড়েছে। এটি সবার জন্য আনন্দের বিষয়। অনেক অবমূল্যায়িয়ত শেয়ারের দাম বেড়েছে। দীর্ঘদিন ধরে লোকসানে থাকা অনেক বিনিয়োগকারীর মুখে হাসি ফুটেছে। নতুন নতুন অনেক বিনিয়োগকারী বাজারে আসছেন। আমরা চাই এই ধারাটি বজায় থাকুক। গতিশীলতা দীর্ঘস্থায়ী হোক।

তিনি বলেন, অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে কারসাজি করতে না পারে, হুজুগে-গুজবে মেতে যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সবাই একটু সচেতন থাকার আহবান জানাতে চাই আমরা।

‘মন্দা বাজারে গতি ফিরেছে। এখন শেয়ারের দাম বাড়তেই পারে। কিন্তু এতে স্বাভাবিকতা থাকতে থাকবে। যে কোম্পানি বছরের পর বছর মুনাফায় নেই, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না কিংবা আয়ের তুলনায় মূল্য অনেক বেশী সেগুলোর শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। কোনো শেয়ারের দাম পাঁচ শতাংশ, দশ শতাংশ করে বাড়তে থাকাটা যৌক্তিক হতে পারে না।’ ডিএসই এসব বিষয় তুলে ধরে সবাইকে দেখে-শুনে বিনিয়োগ করার আহ্বান জানাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: