facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

শেয়ারবাজারের তিন কোম্পানিকে নোটিশ


১৯ জুন ২০১৮ মঙ্গলবার, ১২:০৮  পিএম

নিজস্ব প্রতিবেদক


শেয়ারবাজারের তিন কোম্পানিকে নোটিশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস , খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও জিকিউ বলপেন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ৭ জুন থেকে জেএমআই সিরিঞ্জের শেয়ার দর টানা বেড়েছে। এই সময়ে শেয়ারটির দর ১৮১ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ২১৮ টাকা ৯০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে।

গত ২৮ মে থেকে খুলনা পাওয়ারের শেয়ার দর ৫৬ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৭১ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হচ্ছে। একইভাবে জিকিউ বল পেনের শেয়ার দরও ধারবাহিকভাবে বাড়ছে।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: