facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে লেনদেনের সময় বেড়েছে


১০ জুলাই ২০১৭ সোমবার, ১০:০২  এএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে লেনদেনের সময় বেড়েছে

দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় বাড়িয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। শনিবারের পরিবর্তে রোববারের বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে।

লেনদেনের সময়সীমা সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ ঘণ্টার মধ্যে সাড়ে ৪ ঘণ্টাই মূল ট্রেডিং চলবে। যা শুরু হবে সকাল ১০ টা ২০ মিনিটে এবং শেষ হবে ২ টা ৫০ মিনিটে। বাকি ত্রিশ মিনিট প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজার সেশনের জন্য রাখা হচ্ছে।

উভয় স্টক এক্সচেঞ্জের নেওয়া সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরই বাস্তবায়ন হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: