facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে বছরের সবচেয়ে বড় দরপতন


২৩ এপ্রিল ২০১৭ রবিবার, ০৪:১১  পিএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে বছরের সবচেয়ে বড় দরপতন

দেশের শেয়ারবাজারে বছরের সবচেয়ে বড় দরপতন হয়েছে। গত সপ্তাহের ধারাবাহিকতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৮৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমেছে ১৫৩ পয়েন্ট।

দরপতনের সঙ্গে সঙ্গে কমেছে লেনদেনও। ঢাকার পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকা। যা চলতি বছরের সর্বনিম্নি। গত ডিসেম্বরে ক্রমইে চাঙ্গা হতে থাকা পুঁজিবাজারের গত কয়েকদিন ধরে অস্বাভাবিক পতন করেছে হতাশ করেছে বিনিয়োগকারীদের।

ডিএসইর তথ্য মতে, রবিববার ডিএইসতে ১৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ৫৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫০৬ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকা। এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৩ দশমিক ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৩৩টি, কমেছে ২৭৪টি এবং অপরিবর্তিত ছিল ১৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১০ হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪টি ২৭ লাখ ১৯ হাজার ২৬ টাকা। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৮টি, কমেছে ১৯৫টি এবং ১২টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।

গত ১৭ এপ্রিল সোমবার সামান্য সূচক বাড়ার পর টানা চার কার্যদিবসে দরপতন হলো। এর আগেও টানা আট কার্যদিবস দরপতন হয়েছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: