facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে আসছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি


১৯ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৯:৪২  পিএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে আসছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি

আগামী বছরই পুঁজিবাজারে আসছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকো। সব ঠিক থাকলে এটিই হবে বিশ্বের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। সৌদি কর্মকর্তারা মনে করছেন, তাদের আইপিও প্রক্রিয়ায় মোট শেয়ারের মূল্যমান দাঁড়াবে প্রায় দুই হাজার কোটি ডলার। যদি আন্তর্জাতিক পুঁজিবাজারগুলো অনুমতি দেয় তাহলে তারা ৫ শতাংশ বিক্রি করেই ১০ হাজার কোটি ডলার সংগ্রহ করতে পারবেন। যা হবে ২০১৪ সালে আলিবাবার আইপিও থেকে সংগ্রহ করা অর্থের চার গুণ। ওই সময় এই চীনা প্রতিষ্ঠানটির আইপিও ছিল শীর্ষে।


সুইজারল্যান্ডের ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে সিএনএনকে এ তথ্য দিয়েছেন আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের। তিনি বলেছেন, আমরা এখনো ২০১৮ সালের দিকে তাকিয়ে আছি। ওই সময়ের মধ্যেই আসতে চাই, আমাদের সিদ্ধান্তের কোনো নড়চড় হচ্ছে না।

গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন অর্থনৈতিক কৌশলপত্র প্রকাশের সময়ই উল্লেখ করেন, তাদের এই বৃহত্তম তেল কোম্পানিটির একটি অংশ বিক্রি করে দিতে চান।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় সৌদি আরব তাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে নানা সংস্কার আনছে রাজতান্ত্রিক দেশটি। এর মধ্যে আরামকোর শেয়ার বিক্রি সবচে উল্লেখযোগ্য ঘটনা।

আরামকো জানিয়েছে, তাদের ২৬ হাজার ১০০ কোটি ব্যারেল তেল মজুদ আছে যা উত্তর আমেরিকার মোট মজুদের চাইতেও বেশি। ফলে আগামী কয়েক বছর কোম্পানিটি যেকোনো ঝামেলা সামলে নেয়ার মতো সক্ষমতা রাখে।

আরামকো প্রতিদিন ১ কোটি ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যা তার নিকট প্রতিদ্বন্দ্বী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রোসনেফতের দ্বিগুণ।

তবে গত ডিসেম্বরে ওপেকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল করতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ায় এ বছর উৎপাদন কমেছে আরামকোর। এর ফলে চলতি বছর সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশে নেমে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: