facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে আরো একটি হতাশার সপ্তাহ


১৬ অক্টোবর ২০২০ শুক্রবার, ০৪:২০  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে আরো একটি হতাশার সপ্তাহ

শেয়ারবাজারের লেনদেন গত সপ্তাহে (১১ অক্টোবর-১৫ অক্টোবর) দরপতনে শেষ হয়েছে। আগের সপ্তাহের ধারাবাহিকতায় গত সপ্তাহেও প্রধান প্রধান সূচক কমেছে। কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেনের পরিমাণও কমেছে। পাশাপাশি শেয়ারবাজার মূলধন কমেছে ১ হাজার ৭০০ কোটি টাকা। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের হতাশা লক্ষ্য করা গেছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়ানোর পথে ফের দরপতনের মুখে পড়ে শেয়ারবাজার। এজন্য গুজব ও প্রাইমারি বাজারে টাকা আটকে থাকাকে দায়ী করছেন বিশ্লেষকরা।

সদ্য সমাপ্ত সপ্তাহে উভয় শেয়ারবাজার মিলে মূলধন ১ হাজার ৭২৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকা কমেছে। এর মধ্যে ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৯ হাজার ৬৭৪ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৩ লাখ ৯৮ হাজার ৫৫১ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ১২২ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা বা ০.২৮ শতাংশ কমেছে।

অপর বাজার সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিব লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৪০১ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন হারিয়েছে ৬০২ কোটি ২২ লাখ ৭০ টাকা।

গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩৫৮ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ৮২৭ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৭০২ টাকা বা ২৭.০৭ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬০৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৫২৯ টাকার।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ১৬৫ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ১০৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৪৯ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.৬৭ পয়েন্ট বা ০.৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭২.৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.১৭ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১২.৯৭ পয়েন্টে এবং ১৬৭০.৪৫ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির বা ১৮.৯৪ শতাংশের, কমেছে ২৬২টির বা ৭২.৯৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির বা ৮.০৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৯২৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৯ কোটি ৫ লাখ ৩২ হাজার ০০১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৪ কোটি ১৪ লাখ ৪১ হাজার ৭৫ টাকা বা ২২.৯০ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬.১১ পয়েন্ট বা ১.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮৫.৬২ পয়েন্ট বা ১.০১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৪.৮৫ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩.২৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ এবং সিএসআই ৮.১১ পয়েন্ট বা ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৩৩৭.৭৫ পয়েন্টে, ১১ হাজার ৫৭৩.০৯ পয়েন্টে, ৯৯৯.০৯ পয়েন্টে এবং ৮৯৫.৯৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৮টির বা ১৮.৬৪ শতাংশের দর বেড়েছে, ২২০টির বা ৭০.৭৩ শতাংশের কমেছে এবং ৩৩টির বা ১০.৪১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: