facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

শেয়ারবাজার চাঙ্গা হবে পদ্মার মতো প্রকল্প এলে


০৪ ডিসেম্বর ২০১৬ রবিবার, ১১:১২  পিএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজার চাঙ্গা হবে পদ্মার মতো প্রকল্প এলে

পদ্মা সেতুর মতো সরকারের বড় প্রকল্পগুলো এলে শেয়ারবাজার চাঙ্গা হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল। শনিবার `অর্থনৈতিক উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকা` শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপোর শেষ দিনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মসলিন ক্যাপিটালের সিইও ওয়ালিউল মারুফ মতিন। বক্তব্য রাখেন সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন। সভাপতিত্ব করেন মেলার আয়োজক অনলাইন পোর্টাল অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

বিরূপাক্ষ পাল বলেন, দেশের অর্থনীতি যে এগোচ্ছে, সব সূচকে তার প্রমাণ আছে। আরও উন্নতির সম্ভাবনা আছে। সম্ভাবনাময় অর্থনীতির কারণে দেশের শেয়ারবাজারের উন্নতির সম্ভাবনাও ব্যাপক। বিনিয়োগকারীদের আগ্রহ আছে। এ আগ্রহকে কাজে লাগিয়ে সরকার পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অর্থ সংগ্রহ করতে পারে। এতে সরকার প্রকল্প বাস্তবায়নে যেমন সহজে অর্থ সংগ্রহের সুযোগ পাবে তেমনি সরকারি প্রকল্প শেয়ারবাজারে এলে এ বাজারও চাঙ্গা হবে।

সেমিনারে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী বলেন, ২০০৯-১০ সালে শেয়ারবাজারের অস্বাভাবিক উত্থানে যেসব নিয়ামক ছিল বর্তমান বাজারে তা নেই। গত কয়েক বছরের আইনের ব্যাপক সংস্কারের ফলে বাজারে শৃঙ্খলা ফিরেছে বলে মন্তব্য করেন তিনি। বিএসইসির কমিশনার বলেন, এটা আমানতের নয়, বিনিয়োগের জায়গা। এখানে ঝুঁকি আছে। বিনিয়োগের আগে সেই ঝুঁকি সম্পর্কে জানতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ