facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারধারণ বাড়িয়েছেন ১৭ কোম্পানির উদ্যোক্তা


১৯ সেপ্টেম্বর ২০১৭ মঙ্গলবার, ০২:১১  পিএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারধারণ বাড়িয়েছেন ১৭ কোম্পানির উদ্যোক্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানিতে গত মাসে উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের হার বেড়েছে। এর বিপরীতে ১৮ কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ধারণের হার কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত আগস্ট শেষে তালিকাভুক্ত ২৯৮ কোম্পানির শেয়ারে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের পরিমাণ ছিল মোট শেয়ারের ৩৯ দশমিক ৭৩ শতাংশ। গত জুলাইয়ের তুলনায় এর পরিমাণ শূন্য দশমিক ০৬ শতাংশ কম। অবশ্য এ হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে সরকারের ধারণ করা শেয়ার অংশকে উদ্যোক্তা-পরিচালক হিসেবে দেখানো হলে এর পরিমাণ বাড়বে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর পরিমাণ তালিকাভুক্ত সব কোম্পানির মোট শেয়ারের ৪ দশমিক ৪৩ শতাংশ।

পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে তালিকাভুক্ত ২৯৮ কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৫৬ হাজার ৭৫৮ কোটি টাকা। এতে উদ্যোক্তা-পরিচালকদের অংশ ২২ হাজার ৫৫১ কোটি টাকা ও সরকারের অংশ দুই হাজার ৮০০ কোটি টাকা।
আগস্ট শেষে ২৯৮ কোম্পানির সব শেয়ারের বাজারমূল্য অর্থাৎ বাজার মূলধন ছিল তিন লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। এতে উদ্যোক্তা-পরিচালকদের অংশ এক লাখ ৮০ হাজার ৮৮৩ কোটি টাকা, যা মোটের ৫৩ দশমিক ০১ শতাংশ। বাজার মূলধনে সরকারি অংশ ১৯ হাজার ২০৫ কোটি টাকা বা মোটের ৫ দশমিক ৬৩ শতাংশ।
প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের হার ছয় শতাংশ বেড়ে ৩৭ শতাংশ ছাড়িয়েছে। এ ছাড়া তাকাফুল ইন্স্যুরেন্সে উদ্যোক্তা শেয়ার প্রায় তিন শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৮৮ শতাংশে উম্নীত হয়েছে। প্রায় দুই শতাংশ হারে বেড়েছে ইস্টল্যান্ড ও সোনার বাংলা ইন্স্যুরেন্সে। উভয় কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার যথাক্রমে মোটের প্রায় ৩২ শতাংশ ও পৌনে ৩২ শতাংশ হয়েছে।

এ ছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্সে সোয়া এক শতাংশ বেড়ে প্রায় ২৭ শতাংশে, পূবালী ব্যাংকে ১ দশমিক ১৫ শতাংশ বেড়ে ৩০ শতাংশে, যমুনা ব্যাংকে শূন্য দশমিক ৬৮ শতাংশ বেড়ে সোয়া ৫০ শতাংশে, দি সিটি ব্যাংকে শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৬২ শতাংশে, ঢাকা ব্যাংকে শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৩৯ দশমিক ৫২ শতাংশে, আরামিট সিমেন্টে শূন্য দশমিক ৩৬ শতাংশে উম্নীত হয়েছে। এ ছাড়া বিবিএস কেবলস, পিপলস ইন্স্যুরেন্স, জ্ঞ্নোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স ও এটলাস বাংলাদেশে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণের হার মোটের শূন্য দশমিক ০১ শতাংশ থেকে শূন্য দশমিক ২৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।

অন্যদিকে জিএসপি ফাইন্যান্স থেকে সাড়ে ১৪ শতাংশেরও বেশি শেয়ার কমেছে উদ্যোক্তা-পরিচালকদের। গত আগস্ট শেষে কোম্পানিটিতে তাদের সম্মিলিত শেয়ার ধারণের হার কমে দাঁড়িয়েছে মোটের ৪৩ দশমিক ৩৩ শতাংশে। এরপর সোনালী আঁশ থেকে ৫ দশমিক ৬৩ শতাংশ কমে ৫৫ দশমিক ৮৬ শতাংশে, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে ৫ শতাংশ কমে ২৯ দশমিক ৮৮ শতাংশে, মার্কেন্টাইল ব্যাংকে ২ দশমিক ৪৩ শতাংশ কমে সাড়ে ৩৭ শতাংশে ও জিবিবি পাওয়ার থেকে ২ শতাংশ কমে ৩০ শতাংশে নেমেছে।

প্রায় দুই শতাংশ হারে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ কমেছে এপেক্স ট্যানারি ও স্কয়ার

ফার্মার। দেড় শতাংশ কমেছে আরএকে সিরামিক। লংকাবাংলা ও আইডিএলসি ফাইন্যান্সের কমেছে এক শতাংশ হারে।

এ ছাড়া প্রিমিয়ার লিজিং, স্কয়ার টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সুহূদ ইন্ডাস্ট্রিজ ও আলহাজ টেক্সটাইল থেকে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণের হার মোট শেয়ারের শূন্য দশমিক ০১ শতাংশ থেকে শূন্য দশমিক ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: