facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

শেয়ার কেনার চাপ বেড়েছে তিন কোম্পানির


১২ ডিসেম্বর ২০১৮ বুধবার, ০২:৩৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


শেয়ার কেনার চাপ বেড়েছে তিন কোম্পানির

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে তিন কোম্পানির শেয়ার। এ সময় কোম্পানিগুলোর শেয়ারের ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। কোম্পানিগুলো হলো- সান লাইফ ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে সান লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ২ লাখ ৪৩ হাজার ৫১৮টি শেয়ার ২৬.৪০টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ২.৪০ টাকা বেড়ে সর্বশেষ ২৬.৪০ টাকায় লেনদেন হয়।

আনলিমা ইর্য়ানের ক্রেতার ঘরে ২৭ হাজার ২৭৩টি শেয়ার ৪০.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ৩.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৪০.৪০ টাকায় লেনদেন হয়।

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৭ হাজার ৪৬৮টি শেয়ার ২৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৬৯ শতাংশ বা ২.২০ টাকা বেড়ে সর্বশেষ ২৪.৯০ টাকায় লেনদেন হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: